পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন ঝরছে প্রাণ আহত হচ্ছে অনেকেই

রাজধানীতে থামছে না ছিনতাই

Daily Inqilab বিশেষ সংবাদদাতা

০৩ জানুয়ারি ২০২৫, ১২:০৯ এএম | আপডেট: ০৩ জানুয়ারি ২০২৫, ১২:০৯ এএম


একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তন্নি। তাদের পরিবারের কয়েকজন সদস্য রায়সাহেব বাজার এলাকায় এক আত্মীয়ের বাড়ি বেড়াতে গিয়েছিলেন। গতকাল সকালে সেখান থেকে মামা কাজলের সাথে ব্যাটারিচালিত রিকশায় করে খিলগাঁও গোড়ান টেম্পু স্ট্যান্ড এলাকার বাসায় ফিরছিলেন। পথিমধ্যে সকাল আনুমানিক সোয়া ৬টার দিকে গোড়ান আদর্শ পাড়া এলাকায় মোটরসাইকেল করে তিনজন ছিনতাইকারী দেশীয় অস্ত্র নিয়ে তাদের গতিরোধ করে। গলায় চাপাতি ধরে জিম্মি করে তাদের কাছে থাকা দুটি আইফোন, স্বর্ণের চেইন, আংন্টি, নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। যাওয়ার সময়ে ছিনতাইকারীরা তার মামা কাজল আহম্মেদের (৪৮) উরুতে ও হাতে কোপ দিয়ে আহত করে। পরে আহত অবস্থায় মামা’কে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসেন তিনি। তন্নি বলেন, ঘটনাস্থলের পাশে সিসি ক্যামেরা আছে। সেটি অনুসন্ধান করলে ছিনতাইকারীদের চিহ্নিত করা যাবে।

এর আগে বুধবার রাতে যাত্রাবাড়ির কাজলায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রাজন বর্মন (১৭) নামে শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। রাজন বর্মন দনিয়া কলেজের ইন্টারমিডিয়েট এর শিক্ষার্থী।
তার মা মন্জু রানী বর্মন জানিয়েছেন, তাদের বাসা কাজলা পেট্রোল পাম্পের পাশে। বুধবার রাত আনুমানিক সাতটার দিকে ছেলে চা খেতে বের হয় বাড়ির পাশেরই একটি দোকানে। সেখান থেকে এক যুবক তাকে ডেকে কিছুটা ভিতরের দিকে নিয়ে যায়। সেখানে তার সঙ্গে আরো দু’জনসহ তিনজন তার কাছ থেকে মোবাইল ফোনটি ছিনিয়ে নিতে চায়। সে বাধা দেয়ায় তারা তাকে বুকে-পিঠে, হাতে ছুরিকাঘাতে আহত করে। তার চিৎকারে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে গত ১৮ ডিসেম্বর বন্ধুদের সাথে সাজেকে বেড়াতে যাওয়ার উদ্দেশে বের হন হাফেজ কামরুল হাসান। রাত পৌনে ৯টার দিকে হানিফ ফ্লাইওভার দিয়ে হেঁটে হেঁটে সায়েদাবাদ বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন তিনি। পথে ছিনতাইকারীরা তার পেটে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ও নগদ সাত হাজার টাকা নিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় কামরুলকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজধানীতে প্রতিদিনই এরকম ঘটনা ঘটছে। ঘটছে নিহত ও আহত হওয়ার মতো ঘটনা। পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগে ছিনতাইকারীরা অনেকটা নিরাপদেই ছিনতাই করছে। কখনো যানজটে, কখনো নিরিবিলি স্থানে, কখনওবা অলিতে-গলিতে, নির্জন ফুটওভার ব্রিজে অথবা জনাকীর্ণ এলাকায়। এসব ছিনতাইয়ের ঘটনায় মামলা হলেও গ্রেফতার হচ্ছে কম। গত ৩১ ডিসেম্বর রাজধানীর মতিঝিল এলাকা থেকে পুলিশের তালিকাভুক্ত ছিনতাইকারী আসাদুল ওরফে বিটকেলসহ তিন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ। এরা হলো, মো. আসাদুল ওরফে বিটকেল (৩৪), মো. হিমেল প্রধান (২৭) ও সোহেল (৩০)। পুলিশ জানায়, তালিকাভুক্ত ছিনতাইকারী আসাদুল ওরফে বিটকেল এর বিরুদ্ধে ছিনতাই ও ডাকাতিসহ সাত মামলা রয়েছে। ভুক্তভোগীদের মতে, মতিঝিলে রয়েছে, বেশকয়েকটি ছিনতাইকারী চক্র। বিটকেল তাদের মধ্যে একটি মাত্র।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানীতে হঠাৎ করেই চুরি-ছিনতাই বেড়েছে। গত দুই মাসে অন্তত ৪২টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত এক সপ্তাহে ঢাকা ও নারায়ণগঞ্জে ছিনতাইকারীর হাতে প্রাণ হারিয়েছেন চারজন। আহত হয়েছেন আরো অনেকে। এর মধ্যে ১৫ ডিসেম্বর রাজধানীর মগবাজারে ছিনতাইকারীর হাতে প্রাণ হারান হাবিব উল্লাহ নামের আরেক তরুণ। ১২ ডিসেম্বর নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় ওয়াজেদ আলম সীমান্ত (২০) ছিনতাইকারীর হাতে ছুরিকাঘাতের শিকার হন। দু’দিন পর ১৪ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। একই দিনে মগবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হাবিবুল্লাহ (১৮) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় পরদিন মারা যান।

এভাবে গত কয়েক সপ্তাহ ধরে মতিঝিল, আসাদগেট, এয়ারপোর্ট রোড ছাড়াও যাত্রাবাড়ি, মগবাজার, ফার্মগেটসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বেড়েছে ছিনতাইয়ের ঘটনা। ভোর অথবা সন্ধ্যা নামতেই বেপরোয়া হয়ে উঠছে ছিনতাই চক্রের সদস্যরা। এসব ঘটনায় প্রায়শই গুরুতর আহত এমনকি প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে। ভুক্তভোগী ও নগরবাসী প্রশ্ন তুলছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তা নিয়ে। অন্যদিকে ছিনতাই রোধে পুলিশ নানা পদক্ষেপের কথা জানালেও কার্যত ছিনতাই কমেনি।

টহল বাড়িয়ে ছিনতাই শূন্যের কোঠায় আনতে পুলিশ বাহিনীকে নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি সাংবাদিকদের বলেন, শেষ রাতের দিকে সাধারণত ছিনতাইটা হয়। আমরা পুলিশকে ইনস্ট্রাকশন দিয়েছি, শেষ রাতে যেন প্যাট্রোলিংটা বাড়িয়ে দেওয়া হয়। পুলিশের টহল বাড়িয়ে ছিনতাই যাতে শূন্যের কোঠায় নিয়ে আসা যায় সে চেষ্টা করতে হবে। এ নির্দেশনার প্রেক্ষিতে ছিনতাই রোধে পুলিশের কার্যক্রম নিয়ে জানতে গতকাল বিকালে সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তাকে ফোন করে সাড়া পাওয়া যায়নি।

ছিনতাইকারী চক্রকে গ্রেফতার করতে না পারার বিষয়ে ডিএমপির একজন ওসি বলেন, ডিএমপিতে এখন যে সব কর্মকর্তা আছেন তাদের বেশিরভাগই ঢাকার বাইরে থেকে আসা। ছিনতাইকারী চক্রকে ধরতে হলে সোর্স প্রয়োজন। যেটা আমাদের নেই। তিনি বলেন, ছিনতাইকারীরা নির্দ্ধিষ্ট স্পট ব্যবহার করছে না। এতে করে টহল বাড়িয়েও খুব একটা ফল পাওয়া যাচ্ছে না।

এদিকে পুলিশের প্রায় ছয় বছরের তথ্য বিশ্লেষণ দেখা গেছে, ২০১৯ সাল থেকে প্রতি বছরই ছিনতাই বেড়ে চলেছে। ২০১৯ সাল থেকে গত আগস্ট পর্যন্ত হওয়া মামলার তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, ৪৭ হাজারের বেশি অভিযোগ গ্রহণ করা হয়েছে। ’১৯ সালে ছিল ৬ হাজার ৮৮০, ২০২০ সালে ৭ হাজার ২০০, ২০২১ সালে ৮ হাজার ৪৯৮, ২০২২ সালে ৯ হাজার ৫৯১, ২০২৩ সালে ৯ হাজার ৪৭৫ এবং চলতি বছরের আগস্ট পর্যন্ত ৫ হাজার ৮৮৩টি ঘটনা মামলা হিসাবে রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ঢাকা মেট্রোপলিটন ও রেঞ্জ এলাকায় ১৫ হাজার ৪১৯টি। এরপরই রয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন ও রেঞ্জে ৭ হাজার ৭৪৬টি। তবে অধিকাংশ ছিনতাইয়ের ঘটনায় মামলা না নেওয়ার অভিযোগ রয়েছে পুলিশের বিরুদ্ধে। ছিনতাইয়ের শিকার অনেকেই আইনি প্রক্রিয়ায় যান না। সে হিসাবে ছিনতাইয়ের ঘটনার প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি।
ডিএমপির ছিনতাই প্রতিরোধে গঠিত টাস্কফোর্সের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৯ অক্টোবর থেকে গেল বছরের অক্টোবরের শুরু পর্যন্ত ২৭৭টি ছিনতাইয়ের মামলায় দুই শতাধিক অপরাধী গ্রেফতার হয়েছে। ছিনতাইয়ের সময় হাতেনাতে গ্রেফতার হয়েছে ১ হাজার ৮৪১ জন। এ সময়ে জামিন পেয়েছে প্রায় ১ হাজার ৭৮৬ জন। এই এক বছরে গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে ১১২টি দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। তথ্যে দেখা গেছে, গ্রেফতার আসামিদের বেশির ভাগই জামিনের পরপরই ফের ছিনতাইয়ে জড়িয়েছে। এমনকি জামিনের তিন দিন পরই ছিনতাই করতে গিয়ে গ্রেফতার হওয়ারও নজির রয়েছে।

ছিনতাইয়ের ঘটনায় পুলিশ সদস্যসহ তিনজন আহত
মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে রাজধানীতে পৃথক তিন ছিনতাইয়ের ঘটনায় পুলিশ সদস্যসহ তিনজন আহত হয়েছেন। গত বুধবার মধ্য রাত থেকে গতকাল ভোর পর্যন্ত এসব ছিনতাইয়ের ঘটনা ঘটে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার রাত পৌনে ১২টার দিকে যাত্রাবাড়ির কাজলা মিনা বাজার এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাজন বর্মন (১৭) নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হন। আহত রাজন নারায়ণগঞ্জ আড়াইহাজার উপজেলার দয়াকান্দি গ্রামের রমেশ বর্মনের ছেলে। যাত্রাবাড়ির কাজলা পেট্রোল পাম্পের পাশে ভাড়া বাসায় থাকতেন তিনি। আহতের বাবা রমেশ বর্মন জানান, আমার ছেলে দনিয়া কলেজের প্রথমবর্ষের শিক্ষার্থী। ঘটনার সময় কাজলা মিনা বাজারের গলি দিয়ে বাসায় ফিরছিল ছেলে। এ সময় অজ্ঞাতপরিচয় তিন ছিনতাইকারী আমার ছেলের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নিতে চাইলে সে বাধা দেয়। পরে ছিনতাইকারীরা আমার ছেলের বুকের বামপাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

এদিকে গতকাল ভোর ৬টার দিকে খিলগাঁওয়ের গোড়ান আদর্শ গলির সামনের রাস্তায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে কাজল আহমেদ (৪৪) নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। কাজল নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার নুর আহমেদের ছেলে।

কাজলের ভাগ্নি তন্নী আক্তার জানান, আমার মামা অটোরিকশায় যাওয়ার পথে গোড়ান আদর্শ গলির সামনে ২/৩ জন ছিনতাইকারী মোটরসাইকেলে এসে চাপাতি দিয়ে মামার পায়ে আঘাত করে। এ সময় ছিনতাইকারীরা মামার কাছ থেকে মোবাইলসহ নগদ পাঁচ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
এছাড়া গাজীপুরে টঙ্গী পশ্চিম থানা এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মোশারফ হোসেন (৩৫) নামে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। গতকাল সাড়ে ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।

 


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

আরব বসন্ত থেকে বাংলাদেশ: স্বৈরাচার মুক্ত নতুন ব্যবস্থার সন্ধানে
সিন্ডিকেটের প্রভাবে কুষ্টিয়ায় পেঁয়াজচাষীদের মাথায় হাত
বছরজুড়ে সড়কে অনিয়ম-বিশৃঙ্খলা
বর্ষপণ্য আসবাবপত্রের মূল্য আকাশচুম্বি
চাঁদাবাজ-দখলদারমুক্ত বাংলাদেশ গড়তে চাই :কুষ্টিয়ায় জামায়াতের আমির
আরও

আরও পড়ুন

ব্রাইটনের বিপক্ষে আর্সেনালের হোঁচট

ব্রাইটনের বিপক্ষে আর্সেনালের হোঁচট

টানা দ্বিতীয় জয়ে ছন্দে ফেরার ইঙ্গিত সিটির

টানা দ্বিতীয় জয়ে ছন্দে ফেরার ইঙ্গিত সিটির

রিকেলটনের মহাকাব্যিক ইনিংস,রান পাহাড়ের চাপে পাকিস্তান

রিকেলটনের মহাকাব্যিক ইনিংস,রান পাহাড়ের চাপে পাকিস্তান

রহমতের লড়াকু সেঞ্চুরিতে জয়ের স্বপ্ন দেখছে আফগানিস্তান

রহমতের লড়াকু সেঞ্চুরিতে জয়ের স্বপ্ন দেখছে আফগানিস্তান

আশুলিয়ায় ছাত্র হত্যা মামলার আসামি গ্রেফতার

আশুলিয়ায় ছাত্র হত্যা মামলার আসামি গ্রেফতার

আটঘরিয়ায় প্রভাষকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

আটঘরিয়ায় প্রভাষকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

আরব বসন্ত থেকে বাংলাদেশ: স্বৈরাচার মুক্ত নতুন ব্যবস্থার সন্ধানে

আরব বসন্ত থেকে বাংলাদেশ: স্বৈরাচার মুক্ত নতুন ব্যবস্থার সন্ধানে

৫০০ হজ কোটা বহাল রাখতে প্রধান উপদেষ্টার সহায়তা কামনা

৫০০ হজ কোটা বহাল রাখতে প্রধান উপদেষ্টার সহায়তা কামনা

ফেব্রুয়ারিতে আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে পূর্ণাঙ্গ সিরিজ

ফেব্রুয়ারিতে আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে পূর্ণাঙ্গ সিরিজ

পাওনা টাকা ফেরত দিতে বিলম্ব যাওয়ায় পাওনাদার টাকা ফেরত নিতে না চাওয়া প্রসঙ্গে।

পাওনা টাকা ফেরত দিতে বিলম্ব যাওয়ায় পাওনাদার টাকা ফেরত নিতে না চাওয়া প্রসঙ্গে।

‘রাষ্ট্র সংস্কার শেষ করে সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন দিতে হবে’

‘রাষ্ট্র সংস্কার শেষ করে সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন দিতে হবে’

শীতে পশু-পাখিদের যত্ন

শীতে পশু-পাখিদের যত্ন

মানব পাচার রোধ করতে হবে

মানব পাচার রোধ করতে হবে

মজলুমের বিজয় ও জালেমের পরাজয় অবধারিত

মজলুমের বিজয় ও জালেমের পরাজয় অবধারিত

বিনিয়োগ বাড়ানোর কার্যকর পদক্ষেপ নিতে হবে

বিনিয়োগ বাড়ানোর কার্যকর পদক্ষেপ নিতে হবে

১১৬ বছর বয়সে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির মৃত্যু

১১৬ বছর বয়সে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির মৃত্যু

লাদাখে দুই প্রশাসনিক অঞ্চল তৈরী চীনের

লাদাখে দুই প্রশাসনিক অঞ্চল তৈরী চীনের

চিনির নিম্নমুখী বাজারে বিশ্বে কমেছে খাদ্যপণ্যের দাম

চিনির নিম্নমুখী বাজারে বিশ্বে কমেছে খাদ্যপণ্যের দাম

মার্কিন শপিং সেন্টারে প্রাণ গেল ৫ শতাধিক প্রাণীর

মার্কিন শপিং সেন্টারে প্রাণ গেল ৫ শতাধিক প্রাণীর

জাতীয় ঐক্য এখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন: মির্জা ফখরুল

জাতীয় ঐক্য এখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন: মির্জা ফখরুল