১০২ বছরেও চাঙ্গা
দীর্ঘ ও সুখী জীবনের স্বপ্ন সকলেরই থাকে। কেউ কেউ এই দীর্ঘ জীবন যাপনে সফল হন, আবার কেউ কেউ হন না। এমনই এক মহিলা রয়েছেন, যাঁর বয়স প্রায় ১০২ বছর। বিকানেরের সাগর গ্রামের বাসিন্দা রূপা দেবী জীবনের ১০২ বছর পূর্ণ করেছেন এবং এখনও পরিবারের তরুণদের মতোই সুস্থ রয়েছেন।
রূপা দেবী তাঁর দেবীকুন্ড সাগর গ্রামের সবচেয়ে বয়স্ক মহিলা। এই গ্রামের জনসংখ্যা পাঁচ হাজারেরও...