ত্যাগ চাই মর্সিয়া ক্রন্দন চাহি না
আরবি ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাস আল মুহাররাম। বছরের বারোটি মাসের মধ্যে মুহাররাম মাসটি এক অনন্য ও বিশেষ মর্যাদার অধিকারী। এই মাসের ত্রিশ দিনের মধ্যে দশম তারিখটি ‘আশুরা’ নামে খ্যাত। কালের খাতায় ইতিহাসের পাতায় আশুরা এমন একটি দিন, যাতে মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের অসংখ্য কুদরত ও সামর্থের জ্বলন্ত নিদর্শনসমূহ প্রতিভাত হয়েছে। এই মাসের প্রথম তারিখটি বছরের প্রারম্ভ বলে খ্যাত। তাছাড়া নিম্নলিখিত...