রোজাদারদের জন্য আরবদের ইফতার আতিথেয়তা
আল্লাহর অফুরন্ত রহমতের মাস রমজানুল মুবারক। মহিমান্বিত এ মাসে সিয়াম সাধনারত সংযমী মানুষদের প্রতি আরবদের যে কী অপার শ্রদ্ধাবোধ চোখে না দেখলে বুঝা যাবে না তাদের ইফতার আতিথেয়তার গুণ সম্পর্কে।প্রতি রমজানের মতো এবারও সরকারি ও বেসরকারিভাবে পাড়া-মহল্লায় ও বড় বড় মসজিদের পাশে তাঁবু টানিয়ে বিশাল প্যান্ডেল বানিয়ে ব্যাপক ইফতার আয়োজনের পাশাপাশি আরবদেরকে রাস্তায় রাস্তায় গাড়ি থামিয়ে অথবা ট্রাফিক সিগন্যালে ইফতার...