ঈদে কোথাও মেঘ-বৃষ্টি কোথাও গরমের তেজ
কালবৈশাখী ঝড়ের সাথে বিক্ষিপ্ত বর্ষণের আভাস রহমতের বৃষ্টির জন্য সারা দেশে মানুষের আকুতি“আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে...”। চৈত্রের পর বৈশাখ মাসে এসেও টানা প্রায় তিন সপ্তাহ যাবৎ কড়া সূর্যের ঠা ঠা রোদের তেজ। পুড়ছে সারা দেশ। অসহনীয় ভ্যাপসা গরমে-ঘামে দুর্বিষহ জীবনযাত্রা। রোজাদারদের হাঁসফাঁস অবস্থা। দিনে এনে দিনে খাওয়া, হতদরিদ্র, কুলি-মজদুরসহ নিম্নআয়ের মানুষের আয়-রোজগার কমে গেছে বৈরী আবহাওয়ায়। কৃষক...