গরমে নির্ঘুম রাত
শাহরুখ খানের ‘পাঠান’ দেখতে সিনেমা হলের সামনে টিকেট কাটার লাইন নয়; ঈদের সময়ে ঢাকার কর্মজীবী মানুষের গ্রামে যেতে বাস ও ট্রেনের টিকেট কাটার লাইনও নয়; কিন্তু গতকাল রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্পে মানুষ দেখেছে দীর্ঘ লাইন। সারি সারি ক্যান রাখা হয়েছে। পাশে দাঁড়িয়ে শত শত মানুষ। বাসায় এবং অফিসে জেনারেটর চালানোর জন্য ডিজেল সংগ্রহে পেট্রোল পাম্পে এসেছেন। প্রচ- গরমে...