মসজিদে গাউছুল আজমে চারটি ঈদ জামাত
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর মহাখালিস্থ মসজিদে গাউছুল আজমে প্রতিবারের মত এবারও চারটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল সাড়ে ৭টায়। উক্ত জামাতের ইমাম থাকবেন মাওলানা মো. নূরুল হক, পেশ ইমাম, মসজিদে গাউছুল আজম। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। উক্ত জামাতের ইমাম থাকবেন আলহাজ্ব মাওলনা কবি রুহুল আমীন খান খতিব মসজিদে গাউছুল আজম। তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল...