গণজোয়ারে বাঁধভাঙা উল্লাস আগে কখনও দেখেনি কেউ
সে এক অভূতপুর্ব দৃশ্য! যা কাগজ-কলমের ভাষায় বর্ণনা করার সাধ্য নেই কারও! নেই আমারও! উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিমÑ চারিদিকে শিশু-বুড়ো-যুবা-মহিলা, ছাত্র-শিক্ষক, শ্রমিক-মজদুর সর্বস্তরের জনতার আকাশছোঁয়া উল্লাসের এমন বাঁধভাঙা জনজোয়ার আগে কখনও দেখেনি কেউ! রাজপথে লাখো গণমানুষের কণ্ঠে গর্জে উঠে গগনবিদারি সেøাগান। আর তাতে যেন কেঁপে উঠছে আকাশ-বাতাস। “ডাউন, ডাউন! কে? কে? শেখ হাসিনা ডাউন! শেখের গোষ্ঠি ডাউন! নারায়ে তাকবির, আল্লাহু আকবর। বাংলাদেশ-বাংলাদেশ...