আস্থাভোটে হেরে ক্ষমতা হারালেন নেপালের প্রধানমন্ত্রী
পার্লামেন্টে আস্থাভোটে হেরে ক্ষমতাচ্যুত হয়েছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কামাল দাহাল প্রচ-। গতকাল এ আস্থাভোট অনুষ্ঠিত হয়। কমিউনিস্ট পার্টি অব নেপাল-ইউনিফায়েড মার্কসিস্ট লেনিনিস্ট (সিপিএন-ইউএমএল) তার সরকার থেকে সমর্থন প্রত্যাহার করার পর এ ভোট হয়। ৬৯ বছর বয়সী প্রচ- ২৭৫ সদস্যের প্রতিনিধি সভায় মাত্র ৬৩টি ভোট পেয়েছেন। আস্থাভোটে তার বিপক্ষে ১৯৪টি ভোট পড়ে। আস্থাভোটে জিততে কমপক্ষে ১৩৮টি ভোটের প্রয়োজন হয়।
প্রচ- ২০২২ সালের...