‘নিশ্চয়ই আমি তোমাদের দিয়েছি সুস্পষ্ট বিজয়’

Daily Inqilab সহকারী অধ্যাপক আসাদুজ্জামান আসাদ

২৫ এপ্রিল ২০২৪, ১২:০৭ এএম | আপডেট: ২৫ এপ্রিল ২০২৪, ১২:০৭ এএম

মহান আল্লাহর বড় নিয়ামত স্বাধীনতা।স্বাধীনত মানে চলা ফিরা,কথা বার্তা নয়। স্বাধীনতা মানে সর্বক্ষেত্রে স্বাধীন। মহান সৃষ্টিকর্তা মানুষকে স্বাধীনতার অধিকার দিয়ে সৃষ্টি করেছেন।মহান আল্লাহ তাআলা কোরআনে ঘোষনা করেন,‘নিশ্চয়ই আমি তোমাদের দিয়েছি সুস্পষ্ট বিজয়’।(সুরা ফাতহ)।আরবী ফাতহুন বা ফাতহ শব্দের অর্থ বিজয়।পবিত্র কোরআনে শব্দ দুটি বিজয় অর্থে ব্যবহার করা হয়ে থাকে ।তাছাড়া নাসরুন বা নাসর শব্দ দ্বারা বিজয় অর্থ বুঝানো হয়েছে।বিজয় শব্দের অর্থ জয়,সাফল্য,মুক্তি,সমর্থন ও কতৃত্ব লাভ ইত্যাদি।বিজয়ের বিপরিত শব্দ হলো পরাজয়,অধীনতা,পরাধীনতা ইত্যাদি।আল্লাহ তাআলা মানুষকে স্বাধীন ভাবে বেঁচে থাকার অধিকার দিয়েছেন। তাই পরাধীনতার কোন সুযোগ নেই।আল্লাহ এরশাত করেন,‘যারা তোমাদের অমঙ্গলের প্রতীক্ষায় থাকে,তারা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জয় হলে বলে, আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না’? আর যদি অবিশ^াসীদের কিছু বিজয় হয়,তবে তারা বলে,আমরা কি তোমাদের পরিবেষ্টন করে রেখেছিরাম না? এবং আমরা কি তোমাদেরকে মুমিনদের থেকে রক্ষা করি নাই’।(সুরা নিসা-১৪১)। মহান আল্লাহ আরো বলেন,‘আল্লাহ মানুষের প্রতি কোনো অনুগ্রহ আবারিত করলে কেউ তা নিবারণ কারী নেই’।(সুরা ফাতহ-২)।আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত বান্দার স্বাধীনতা ও বিজয়। এরশাদ হচ্ছে,‘আল্লাহ তোমদের সাহার্য়্য করলে তোমাদের উপর জয়ী হওয়ার কেউ থাকবে না। আর তিনি তোমাদের সাহার্য্য না করলে তিনি ছাড়া কে এমন আছে যে তোমাদের সাহার্য্য করবে? মোমিনরা আল্লাহর উপর নির্ভর করুক’।(সুরা আল ইমরান)। আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল করে জয় পরাজয়। জনশক্তির উপর নয়।এরশাদ হচ্ছে,‘আর আল্লাহ তোমাদেরকে বদর যুদ্ধে সাহার্য্য করেছিলেন। সে সময় তোমরা ছিলে অসহায়।’(সুরা ইমরান)। আরো বলেন,‘হুনাইনের যুদ্ধের দিন তোমাদের উৎফুল্ল করেছিল তোমরা সংখ্যাধিক্য,কিন্তু তা তোমাদের কোনো কাজে আসে নি’।(সুরা তওবা)।পৃথিবীতে যত যুদ্ধ সংঘটিত হয়েছে,কোনোটির জয় পরাজয় চিরস্থায়ী নয়।এরশাদ হচ্ছে,‘যদি তোমাদের আঘাত লেগে থাকে,অনুরুপ আঘাত তাদেরর লেগেছিল। মানুষের মধ্যে এই দিন গুলো(বিজয় ও বিপর্যয়) পর্যায়ক্রমে আমি আবর্তন ঘটাই’।(আল ইমরান)।প্রত্যেক যুদ্ধে স্বাথর্, সাম্রাজ্য বাদী এবং কল্যানকামী,আর্দশবাদী বিজয় থাকে। স্বার্থ, স¤্রাজ্যবাদী বিজয় হচ্ছে, যত দেশে বিপ্লব বা বিজয় সংঘটিত হবে, প্রত্যেক দেশ ও জনপদ নানা ভাবে ক্ষতিগ্রস্থ হয়ে থাকে।বুকের তাজা রক্ত,নারীর ইজ্জত ভুলুন্ঠিত, লাল রক্তে নদী প্রবাহিত হয়ে থাকে।নিরাপরাধ মানুষকে হত্যা,পরাজিত বাহিনীর সম্পদ লুন্টন নিত্য নৈমিত্তিক ব্যাপার। স্বার্থ,স¤্রাজ্যবাদীর ব্যাপারে আল্লাহ ঘোষনা করেন,‘রাজা-বাদশাহ যখন কোন জনপদে প্রবেশ করে,তখন তা বিপর্যয় করে এবং সেখানকার মর্যাদাবান লোকদের অপদস্ত করে’।(সুরা নামল)।অপর দিকে কল্যাণকামী, আর্দশবাদী বিজয় হচ্ছে, সত্য ও আর্দশের বিজয়।যা ছিল মুসলিম জাতির আর্দশ বিজয়। মক্কা বিজয় ছিল কাপানো বিজয়।এ বিজয়ে আতœ প্রচার,গৌরব, ও অহংকার ছিল না। ছিল আল্লাহর প্রতি কৃতজ্ঞতা।আল্লাহ বলেন,‘আর এদের পৃথিবীতে প্রতিষ্টান দান করলে এরা সালাত প্রতিষ্টা করবে,জাকাত আদায় করবে,সৎকাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে,আর কর্মের পরিমাণ আল্লাহর ইচ্ছাধীন’।(সুরা হজ্জ)।ইসলাম ধম,শান্তি ও প্রশান্তির ধর্ম,সাম্যের ধর্ম।এখানে রয়েছে সুনিদিষ্ট বিধি-বিধান। তিনি (দ) কোন প্রতিশোধ গ্রহন করেন নি। বরং তিনি আল্লাহর দরবারে কৃতজ্ঞতা ও শুকুরিয়ার নামাজ আদায় করেন।বিশ^ নবী (দ) ঘোষনা করেন,‘আজ তোমাদের প্রতি কোনো প্রতিশোধ নেই। ‘যাও তোমরা সবাই মুক্ত’। মোমিন বান্দা প্রত্যেক ভালো কাজে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এরশাদ হচ্ছে,‘‘যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে এবং তুমি দলে দলে মানুষকে আল্লাহর দ্বীনে(ইসলামে) প্রবেশ করতে দেখবে,তখন তুমি তোমার প্রতিপালকের প্রশংসাসহ তারঁ পবিত্রতা ও মহিমা ঘোষনা করো এবং তারঁ কাছে ক্ষমা প্রার্থনা করো,তিনি তো তাওবা কবুল কারী।(সুরা নাসর)।

উল্লেখ্য যে,১৯৭১ সালের ১৬ই মার্চ থেকে ২৩ র্মাচ পর্যন্ত, শেখ মুজিব ও ইয়াহিয়ার বৈঠক অনুষ্ঠিত হয়। ২৫ মার্চ অধিবেশনে বসার পুর্বে ১৯ মার্চ সরকার গঠনের আলোচনা, ২২ মার্চ মুজিব-ইয়াহিয়ার বেঠক শেষ,২৩ মার্চ ছিল পাকিস্তান দিবস,২৪ তারিখে উপদেষ্টাদের বৈঠক এবং ২৫ মার্চ জাতীয় পরিষদের বৈঠক স্থগিত করা হয়। এভাবে ১৯৭১ সারে ১১ ফেব্রুয়ারী রাওয়াল পিন্ডির সেনা সদরে একটি বৈঠকে ২৫ মার্চ থেকে ১৯৭১ সালের ১০ এপ্রিল পর্যন্ত পুর্ব পাকিস্তানে আক্রমন করার পরিকল্পনা গ্রহন করা হলো।পাক জ্যান্তা বাহিনী ২৫ মার্চ কালো রাতে ঢাকা শহরের গুরুত্বপুণ এলাকায় হিংসাতœক মুলক আক্রমন চালায়। মানুষ হত্যা ও নারীদের প্রতি পাশবিক নির্যাতন চালায়। বঙ্গ বন্ধু শেখ মুজিবকে গ্রেফতার করা হয়। মুক্তি বাহিনী তখন পাক জান্তার আক্রমনকে মোকাবিলা করে। ২৬ র্মাচ স্বাধীনতার যুদ্ধ ঘোষনা করা হলো। সুদীর্ঘ ৯ মাস রক্ত ক্ষয়ী যুদ্ধ শেষে ১৬ই ডিসেম্বর আমাদের দেশ স্বাধীন হলো। পৃথিবীর মান চিত্রে একটি স্বাধীন দেশ স্বীকৃতি পেল। ১৯৭২ সালের ২২ জানুয়ারী এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা বা জাতীয় দিবস উদযাপন করা হলো।

আলোচনার শেষে বলতে চাই,আল্লাহর ইচ্ছা ও অনুগ্রহ ছাড়া কারো পক্ষেই কোন বিজয় আনা সম্ভব নয়। তাই আল্লাহর সাহার্য্যে প্রয়োজন। এরশাদ হচ্ছে-‘আল্লাহর সার্হায্য ও বিজয় নিকটবর্তী’।(সুরা সফ)।আমরা প্রতি বছর ২৬ মার্চ স্বাধীনতা বা জাতীয় দিবস পালন করি। আল্লাহর এই নিয়ামত আমাদের প্রতি বিরাজমান থাকুক। হে আল্লাহ মুক্তির সংগ্রামে যারা বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়েছে, তুমি তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। এই হোক আজকের প্রত্যাশা।

লেখক: (সহকারী অধ্যাপক, গ্রন্থকার), পঞ্চগড় নুরুন আলা নুর কামিল মাদ্রাসা।


বিভাগ : ধর্ম দর্শন


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ইউএস ট্রেড শো’র বেস্ট স্টলের অ্যাওয়ার্ড পেয়েছে যুক্তরাষ্ট্রের প্রসাধনী ব্রান্ড ‘এক্সপোস’

ইউএস ট্রেড শো’র বেস্ট স্টলের অ্যাওয়ার্ড পেয়েছে যুক্তরাষ্ট্রের প্রসাধনী ব্রান্ড ‘এক্সপোস’

বসুন্ধরা কিংসের টানা পঞ্চম শিরোপা

বসুন্ধরা কিংসের টানা পঞ্চম শিরোপা

এশার নামাজ পড়া আর হলো না

এশার নামাজ পড়া আর হলো না

সিআইপি সম্মাননা পেলেন ‘স্নোটেক্স’ গ্রুপের প্রতিষ্ঠাতা খালেদ

সিআইপি সম্মাননা পেলেন ‘স্নোটেক্স’ গ্রুপের প্রতিষ্ঠাতা খালেদ

ডিবিএইচের ময়মনসিংহ শাখার উদ্বোধন

ডিবিএইচের ময়মনসিংহ শাখার উদ্বোধন

রূপালী ব্যাংক পিএলসি’র চট্টগ্রাম বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

রূপালী ব্যাংক পিএলসি’র চট্টগ্রাম বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

ডলারের দাম বাড়িয়ে অর্থনীতিকে নৈরাজ্যের দিকে ঠেলে দেয়া হচ্ছে

ডলারের দাম বাড়িয়ে অর্থনীতিকে নৈরাজ্যের দিকে ঠেলে দেয়া হচ্ছে

জেটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর চিত্র প্রদর্শনী ‘ব্লসমস অব এক্সিসটেন্স’ শুরু

জেটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর চিত্র প্রদর্শনী ‘ব্লসমস অব এক্সিসটেন্স’ শুরু

অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে: মির্জা ফখরুল

অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে: মির্জা ফখরুল

হাওর এলাকায় আর কোনো মাটি ভরাট করে রাস্তা হবে না : প্রধানমন্ত্রী

হাওর এলাকায় আর কোনো মাটি ভরাট করে রাস্তা হবে না : প্রধানমন্ত্রী

সংবাদ সম্মেলনে ফোবানা সম্মেলনের ঘোষণা দিল অন্তর শোবিজ

সংবাদ সম্মেলনে ফোবানা সম্মেলনের ঘোষণা দিল অন্তর শোবিজ

ফুলহ্যামকে উড়িয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি

ফুলহ্যামকে উড়িয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি

কোরবানির মাধ্যমেই যুগে যুগে ইসলামের বিজয় অর্জিত হয়েছে

কোরবানির মাধ্যমেই যুগে যুগে ইসলামের বিজয় অর্জিত হয়েছে

হোয়াইটওয়াশে নজর টাইগারদের

হোয়াইটওয়াশে নজর টাইগারদের

সোনার দাম আরও বাড়লো, ভরি ১১৭২৮২ টাকা

সোনার দাম আরও বাড়লো, ভরি ১১৭২৮২ টাকা

কাসাব্লাঙ্কা ফিল্ম ফেস্টিভ্যালে "বিজয়ী" গ্র্যান্ড প্রিক্স জিতেছে

কাসাব্লাঙ্কা ফিল্ম ফেস্টিভ্যালে "বিজয়ী" গ্র্যান্ড প্রিক্স জিতেছে

৬৭ দেশে ইরানের মৎস্য পণ্য রপ্তানি

৬৭ দেশে ইরানের মৎস্য পণ্য রপ্তানি

অনন্য মাইলফলকের সামনে সাকিব

অনন্য মাইলফলকের সামনে সাকিব

আকর্ষণীয় সুবিধা সহ লয়্যালটি কার্ড নিয়ে এলো ইউসিবি’র তিন অঙ্গপ্রতিষ্ঠান

আকর্ষণীয় সুবিধা সহ লয়্যালটি কার্ড নিয়ে এলো ইউসিবি’র তিন অঙ্গপ্রতিষ্ঠান

রাজশাহীতে পেনশন স্কিম সচেতনতা কার্যক্রমে ব্র্যাক ব্যাংকের অংশগ্রহণ

রাজশাহীতে পেনশন স্কিম সচেতনতা কার্যক্রমে ব্র্যাক ব্যাংকের অংশগ্রহণ