ঢাকা   শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ | ৬ আশ্বিন ১৪৩১

ব্যাটারদের আত্মহুতিতে শেষ প্রথম দিন

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

২৮ নভেম্বর ২০২৩, ০৫:১৯ পিএম | আপডেট: ২৮ নভেম্বর ২০২৩, ০৬:৪১ পিএম

ছবি: বিসিবি

তকমাধারী ব্যাটারদের প্রত্যেকেই পেলেন ভালো শুরু, কিন্তু ইনিংস টেনে লম্বা করতে পারলেন কেবল মাহমুদুল হাসান জয়। নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মুমিনুল হকদের উইকেট ছুড়ে আসার মিছিলের পরও বাংলাদেশ কোনোমতে প্রথম দিন পার করতে পেরেছে শেষ উইকেটে ২০ রানের জুটি আর ৫ ওভার কম খেলা হওয়ার কল্যাণে।

দিনের শেষভাগটা পার করে দেন তাইজুল ইসলাম ও শরিফুল ইসলাম। দুজনের ১৬ বলে ২০ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৯ উইকেটে ৩১০ রানে দিন শেষ করেছে বাংলাদেশ। একটা সময় স্কোর ছিল ২ উইকেটে ১৮০ রান।

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার ৯০ ওভারের পুরোটা খেলা সম্ভব হয়নি আলোক স্বল্পতায়। নির্ধারিত ৬ ঘণ্টার পর আরও ১৫ মিনিট খেলা হলেও বাকি থেকে যায় ৫ ওভার।

টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে ১০ জন দুই অঙ্ক স্পর্শ করলেও পঞ্চাশ করতে পেরেছেন শুধু মাহমুদুল হাসান জয়। তিনিও বড় কিছুর সম্ভাবনা জাগিয়ে আউট হয়েছেন ৮৬ রানে।

এছাড়া নাজমুল হোসেন শান্ত (৩৭), মুমিনুল হকদের (৩৭) ত্রিশ ছোঁয়া ইনিংস শুধু বাড়িয়েছে আক্ষেপ। তাদের সাথে আর উইকেট ছুড়ে আসার মিছিলে তো মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন, মেহেদী হাসান মিরাজরা ছিলেনই।

থিতু হয়ে তাদের আউট হওয়ার আক্ষেপের দিনে পাঁচ বছর পর দুই অঙ্কে পৌঁছে বাংলাদেশের দশ ব্যাটসম্যান। কাইল জেমিসনের ওভারে তিন বাউন্ডারি মেরে ১২ রানে পৌঁছে যান শরিফুল ইসলাম। ইনিংসে দুই অঙ্ক ছোঁয়া দশম ব্যাটসম্যান তিনি।

২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১১ ব্যাটসম্যানের সবাই খেলেন ১০ বা তার বেশি রানের ইনিংস। এবারও রয়েছে সেটি ছোঁয়ার সুযোগ। দিন শেষে ৮ রানে অপরাজিত তাইজুল ইসলাম।

এর বাইরে ইনিংসে ১৫ বার দুই অঙ্ক ছুঁয়েছেন বাংলাদেশের ৯ ব্যাটসম্যান।

বাংলাদেশকে সবচেয়ে বেশি ভুগিয়েছেন স্পিনাররাই। গ্লেন ফিলিপস ৫৩ রানে ৪ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের সফলতম বোলার। দুটি করে নেন পেসার কাইল জেমিসন ও স্পিনার এজাজ প্যাটেল।

প্রথম সেশনে জাকির হাসান ও শান্তর উইকেট হারিয়ে ১০৪ রান করে বাংলাদেশ। দ্বিতীয় সেশনের ঠিক আগে ৫ বলের ব্যবধানে আউট হন মুমিনুল ও জয়। ফিলিপসের স্পিনে কট বিহাইন্ড হয়ে যান মুমিনুল। তার ব্যাট থেকে আসে ৭৮ বলে ৪ বাউন্ডারিতে ৩৭ রান। মুমিনুলের বিদায়ে ভাঙে তৃতীয় উইকেটে ১৭১ বলে ৮৮  রানের জুটি।

এরপর আর বড় কোনো জুটি পায়নি বাংলাদেশ। শুরু থেকে এক প্রান্ত আগলে রেখে সেঞ্চুরির খুব কাছে চলে গিয়েছিলেন জয়। তিনি আউট হন ইশ সোদির বলে স্লিপে ড্যারেল মিচেলের দারুণ ক্যাচে পরিণত হয়ে। ১৬৬ বলে ১১টি চারে ৮৬ রান জয়ের।

৩৯ রানে জাকিরে আউটের পর উইকেটে এসেই নিউ জিল্যান্ডের স্পিনের বিপক্ষে পাল্টা আক্রমণের পথ বেছে নিয়েছিলেন শান্ত। ফিলিপসের ফুলটস স্পিনেই তেড়ে এসে খেলতে গিয়ে লং অনে সহজ ক্যাচ দিয়ে ফেরেন বাংলাদেশ অধিনায়ক। ফিলিপসও বিশ্বাস করতে পারছিলেন না এমন বলে তিনি উইকেট পাবেন। ৩৫ বলে ৩৭ রানের ইনিংসে ৩টি ছক্কা ও ২টি চার মারেন শান্ত। যেন টেস্ট নয়, টি-টোয়েন্টি খেলতে নেমেছিলেন অধিনায়ক।

দলপতির পথ অনুসরন করেন বাকিরাও। অবাক করেছেন মুশফিকও। জাজ প্যাটেলকে সামনে এগিয়ে এসে মেরেছিলেন মুশফিক। কিন্তু শটে জোর ছিল না, যথেষ্ট উচ্চতাও নেয়নি যে ফিল্ডারের মাথা পেরিয়ে যাবে। মিড অফে বুকের ওপর আসা ও রকম সহজ ক্যাচ নিতে কোনো ভুলই করার কথা নয় কেইন উইলিয়ামসনের।

অভিষেক টেস্ট খেলতে নেমে ২৪ রান করেন শাহাদাত হোসেন। লেট মিডল অর্ডারে মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসানরাও থেমে গেছেন ২০-এর ঘরে থেকে। অথচ প্রথম দিনে সিলেটের উইকেটের যে আচরণ দেখা গেছে, তাতে এই উইকেট অন্তত টেস্টের তৃতীয় দিন পর্যন্তও ব্যাটিং–সহায়ক থাকবে বলেই মনে হচ্ছে। রান হওয়ার কথা অন্তত সাড়ে চারশ। সেখানে তিনশ পেরিয়েই গুটিয়ে যাওয়ার মুখে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৮৫ ওভারে ৩১০/৯ (জয় ৮৬, জাকির ১২, শান্ত ৩৭, মুমিনুল ৩৭, মুশফিক ১২, শাহাদাত ২৪, মিরাজ ২০, সোহান ২৯, নাঈম ১২, তাইজুল ৮*, শরিফুল ১৩*; সাউদি ১৪-২-৪৩-০, জেমিসন ১৭-৫-৫২-২, প্যাটেল ২৪-১-৭৬-২, সোধি ১৪-১-৭১-১, ফিলিপস ১৬-১-৫৩-৪)


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান উপদেষ্টা নাহিদের

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান উপদেষ্টা নাহিদের

মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেসের ২০তম আসরে বাংলাদেশের অংশগ্রহণ

মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেসের ২০তম আসরে বাংলাদেশের অংশগ্রহণ

ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে পরাজিত শক্তি

ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে পরাজিত শক্তি

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন কাল

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন কাল

‘মব জাস্টিস’ বন্ধের আহ্বান বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের

‘মব জাস্টিস’ বন্ধের আহ্বান বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের

সাত দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

সাত দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

গৌরনদীর দই, একবার খাইলেও আর একবার খাই

গৌরনদীর দই, একবার খাইলেও আর একবার খাই

নোয়াখালীতে জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবি

নোয়াখালীতে জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবি

স্বর্ণের দাম বেড়ে রেকর্ড ২,৬০৯ ডলার ছাড়িয়েছে

স্বর্ণের দাম বেড়ে রেকর্ড ২,৬০৯ ডলার ছাড়িয়েছে

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ ও বিচার দাবিতে খুলনায় মানববন্ধন

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ ও বিচার দাবিতে খুলনায় মানববন্ধন

গাজায় অব্যাহত ইসরাইলি গণহত্যা ওআইসির নেতারা চেয়ে চেয়ে দেখছেন

গাজায় অব্যাহত ইসরাইলি গণহত্যা ওআইসির নেতারা চেয়ে চেয়ে দেখছেন

চাঁদপুর শহরে সড়ক সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

চাঁদপুর শহরে সড়ক সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া প্রসঙ্গে

সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া প্রসঙ্গে

নোয়াখালীতে ৪৪ দিন পর লাশ উত্তোলন

নোয়াখালীতে ৪৪ দিন পর লাশ উত্তোলন

ভারতের দোসর ও হাসিনামিডিয়ার প্রশ্নবিদ্ধ ভূমিকা

ভারতের দোসর ও হাসিনামিডিয়ার প্রশ্নবিদ্ধ ভূমিকা

আশাশুনিতে হাজরাখালির নেটপাটায় পানিবন্দি ২শ’ পরিবার

আশাশুনিতে হাজরাখালির নেটপাটায় পানিবন্দি ২শ’ পরিবার

জামায়াত ক্ষমতায় গেলে নারীদের অধিকার খর্ব হবে না: সেলিম উদ্দিন

জামায়াত ক্ষমতায় গেলে নারীদের অধিকার খর্ব হবে না: সেলিম উদ্দিন

গাছে গাছে আফ্রিকান জায়ান্ট শামুক

গাছে গাছে আফ্রিকান জায়ান্ট শামুক

ঈশ্বরগঞ্জে মহাসড়কে কাঁচাবাজার

ঈশ্বরগঞ্জে মহাসড়কে কাঁচাবাজার

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ আরসা সন্ত্রাসী গ্রেফতার

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ আরসা সন্ত্রাসী গ্রেফতার