উদ্বোধনী ম্যাচেই বিধ্বংসী ইয়াসির
৩০ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৫ পিএম | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৭ পিএম
ইয়াসির আলির বিধ্বংসী ইনিংসের মধ্য দিয়ে সোমবার শুরু হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ১১তম আসর। তার ঝড়ো ইনিংসে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৩ উইকেটে ১৯৬ রান করেছে দুর্বার রাজশাহী।
৭ চার ও ৮ ছক্কায় ৪৭ বলে অপরাজিত ৯৪ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন ইয়াসির। গত বিপিএলে ৫ ম্যাচ খেলে চারটিতে ব্যাটিং করে মোট ৫৪ রান করেছিলেন ইয়াসির। এবার এক ম্যাচেই গত আসরকে ছাপিয়ে গেলেন তো বটেই, ছাড়িয়ে গেলেন নিজেকেও। বিপিএলে ও টি-টোয়েন্টি ক্রিকেটে তার আগের সর্বোচ্চ ছিল ৭৮।
অধিনায়ক এনামুল হক ৬৫ রান করেন।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে দুর্বার রাজশাহীকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানায় ফরচুন বরিশাল। দ্বিতীয় ওভারেই হোঁচট খায় রাজশাহী। রানের খাতা খোলার আগেই বরিশালের ওয়েস্ট ইন্ডিজের মিডিয়াম পেসার কাইল মায়ার্সের বলে বোল্ড হন রাজশাহীর ওপেনার জিশান ইসলাম।
চতুর্থ ওভারে রাজশাহীর শিবিরে দ্বিতীয় আঘাত হানেন মায়ার্স। পাকিস্তানের মোহাম্মদ হারিসকে ১৩ রানে শিকার করেন মায়ার্স।
২৫ রানে ২ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে রাজশাহী। এরপর শক্ত হাতে দলের হাল ধরেন এনামুল ও ইয়াসির। বরিশালের বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলে ১০ ওভারে দলের রান ৭৫এ নেন এনামুল ও ইয়াসির। ১৪তম ওভারে ১শতে পৌঁছায় রাজশাহীর রান।
১৫তম ওভারের শুরুতে টি-টোয়েন্টিতে ১৬তম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ৪২ বল খেলা এনামুল। পরের ওভারে ছক্কা মেরে ৩৪ বলে টি-টোয়েন্টিতে ১১তম অর্ধশতক পান ইয়াসির। ঐ ওভারেই জুটিতে ১শ পূর্ণ করেন এনামুল ও ইয়াসির।
১৮তম ওভারে বরিশালের পাকিস্তানী পেসার ফাহিম আশরাফের বলে আউট হন এনামুল। ৫১ বলে ৪টি চার ও ৫টি ছক্কায় ৬৫ রান করেন এনামুল। ইয়াসিরের সাথে তৃতীয় উইকেটে ৮৭ বলে ১৪০ রানের জুটি গড়েন এনামুল।
এনামুল ফিরলেও ইনিংসের শেষ পর্যন্ত খেলে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েছিলেন ইয়াসির। কিন্তু সেঞ্চুরি থেকে ৬ রান দূরে থাকে শেষ হয় রাজশাহীর ইনিংস।
৭টি চার ও ৮টি ছক্কায় ৪৭ বলে অপরাজিত ৯৪ রান করেন ইয়াসির। টি-টোয়েন্টিতে ইয়াসিরের সর্বোচ্চ রানের ইনিংসের উপর ভর করে ২০ ওভারে ৩ উইকেটে ১৯৭ রানের সংগ্রহ পায় রাজশাহী।
মায়ার্স ১৩ রানে নিয়েছেন ২ উইকেট।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সেনাবাহিনী কি ক্ষমতার স্বতন্ত্র কোনো কেন্দ্র: প্রশ্ন ডা. জাহেদের
'সরকারের ভেতরে ঘাপটি মেরে থাকা একটি মহল এবং দেশি-বিদেশি যড়যন্ত্রকারীরা নির্বাচন প্রলম্বিত করবার ষড়যন্ত্রে আছে'
বাংলাদেশের জলসীমানায় অনুপ্রবেশের দায়ে আটক ৩১ ভারতীয় জেলের মুক্তি
দেশপ্রেম নিয়ে জামায়াতের বক্তব্য হাস্যকর: রিজভী
ঝিকরগাছায় বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
বগুড়ায় শীতে স্থবির জনজীবন, বেড়েছে শীত বস্ত্রের বিক্রি
কালিয়াকৈরে সড়ক দূঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
কুড়িগ্রামে জাতীয় সমাজসেবা দিবস অনুষ্ঠিত
ফ্যাসিবাদ আওয়ামী লীগকে ক্ষমতায় বসাতেই মানিকগঞ্জে চারটি থেকে তিনটি আসন করা হয় : রিতা
মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে সিনহার মায়ের আবেদন
সংগীতাঙ্গনকে বেডরুম বানিয়েছিল গান বাংলার তাপস
রাস্তা প্রশস্ত করণের নামে কোটি কোটি টাকা লুটের অভিযোগ
স্থায়ীভাবে বন্ধ হচ্ছে কেয়া গ্রুপের ৪ কারখানা
বিপিএলের টিকেট বুথে সন্ত্রাসী কায়দায় হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ
বাগেরহাট কারাগার থেকে ৬৪ ভারতীয় জেলের মুক্তি
গাংনীতে ওয়ার্ড যুবদল সভাপতির লাশ উদ্ধার
সদরপুরে জাতীয় সমাজসেবা দিবসে ওয়াকাথান ও কল্যাণ রাষ্ট গঠনে মুক্ত আড্ডা
রাজনৈতিক তর্ক-বিতর্কে আ.লীগের দুর্বৃত্তায়ন নিচে চাপা পড়ছে : মির্জা ফখরুল
ব্যক্তিসত্তা জাগ্রত হলে সব সমস্যার সমাধান সম্ভব: প্রধান উপদেষ্টা
২০২৫ সালে মুক্তি পাবে যে আলোচিত সিনেমাগুলো