২০২৭ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের দায়িত্বে সিমন্স
২৬ মার্চ ২০২৫, ১০:১৪ এএম | আপডেট: ২৬ মার্চ ২০২৫, ১০:১৪ এএম

ফিল সিমন্সের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের কোচের দায়িত্বে থাকবেন সাবেক এই ক্যারিবিয়ান অলরাউন্ডার।
মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি জানায় বিসিবি। বাংলাদেশ দলকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন সিমন্স৷
“বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘমেয়াদে কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। এই দলের মধ্যে থাকা প্রতিভা অস্বীকার করার সুযোগ নেই। আমি বিশ্বাস করি একসঙ্গে মিলে বড় কিছু অর্জনের সম্ভাবনা আমাদের আছে। সামনের সময়ের জন্য উন্মুখ অপেক্ষায় আছি।”
“এরই মধ্যে অনন্য সাধারণ কিছু ক্রিকেটারের সঙ্গে কাজ করে এই দলের মধ্যে আমি অমিত সম্ভাবনা দেখতে পাচ্ছি৷ তাদের স্কিল ও খেলাটির প্রতি নিবেদন আমাকে প্রতিদিন অনুপ্রাণিত করে। একসঙ্গে মিলে বাংলাদেশ ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে বিশেষ কিছু অর্জন করতে পারব আমরা।”
গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে বাংলাদেশের দায়িত্ব নেন সিমন্স। তার শুরুটা হয় ঘরের মাঠে দুই টেস্টেই হেরে। পরের সময়টাও খুব সাফল্যময় ছিল না অভিজ্ঞ এই কোচের।
তিন সংস্করণ মিলিয়ে এখন পর্যন্ত সিমন্সের কোচিংয়ে খেলা ১৫ ম্যাচে বাংলাদেশের জয় স্রেফ ৫টি। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচই জিতেছিল তারা। এর বাইরে টেস্টে চার ম্যাচে একটি ও ওয়ানডেতে আট ম্যাচে জয় মাত্র একটি।
গত মাসে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখ থুবড়ে পড়ে বাংলাদেশ। ওই টুর্নামেন্ট দিয়েই শেষ হয় সিমন্সের সঙ্গে বিসিবির চুক্তির মেয়াদ। সব মিলিয়ে অভিজ্ঞতা তেমন সুখকর না হলেও ৬১ বছর বয়সী কোচকেই দীর্ঘ মেয়াদে বেছে নিল বোর্ড।
বাংলাদেশ দলের সামনের যাত্রায় সঙ্গী হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন অভিজ্ঞ এই কোচ।
“গত কয়েক মাসে বাংলাদেশ দলের সঙ্গে আমার সময়টা দারুণ ফলপ্রসূ ছিল। এই দলটির প্রাণশক্তি, নিষ্ঠা ও দক্ষতা সত্যিই অসাধারণ। এই ক্রিকেটারদের তাদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে সাহায্য করতে পেরে আমি উচ্ছ্বসিত।”
দীর্ঘ মেয়াদে বাংলাদেশের দায়িত্ব নেওয়ায় পিএসএল বা কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে কোচিং করাতে পারবেন না সিমন্স।
সিমন্সকে প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেওয়ার পরের মাসেই সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ পান মোহাম্মদ সালাউদ্দিন। সিমন্সের মতো তার সঙ্গেও চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্তই চুক্তি করে বিসিবি।
দেশের ক্রিকেটের অভিজ্ঞ এই কোচকেও ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত রাখতে চায় বিসিবি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

বন্দরে দুইপক্ষের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর : আহত ১০

শান্তিপূর্ণভাবে গ্রিনল্যান্ড দখল করবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের আদালতে রক্ষা পেলেন ছাত্রী

বেড়ায় ছয় বছরের শিশু ধর্ষিত ধর্ষক গ্রেফতার

জাগ্রত ভয় মনের মাঝে

আর কেউ বেঁচে নেই

সময়

মার্চের পদাবলি

অপসৃয়মাণ রেলগাড়ি

সুখ ও সৌন্দর্যে একটি পাথর

নিশিতে পাওয়া সায়লা

নাডিন গর্ডিমার : এক অসামান্য যোদ্ধার নাম

এখন আরেকদল শেখ হাসিনার মতো ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে: আমীর খসরু

চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদ রোববার

ইতিহাসের চমকপ্রদ কয়েকটি ‘গল্প’

মফস্বলের সাংবাদিকরাই সমাজ পরিবর্তনের অগ্রসৈনিক: গিয়াস উদ্দিন কাদের চৌধুরী

ঈদুল ফিতরের পুরস্কার

ঢালিউডে আসছে 'তান্ডব' সিনেকম্প

কুরআনী বিচার ব্যবস্থা

প্রাণশক্তির ঈদ