নিশামের ৫ উইকেট, ১০ ছক্কায় সাইফার্টের ৩৮ বলে ৯৭*, পাকিস্তানের আত্মসমর্পণ
২৬ মার্চ ২০২৫, ০৪:১৭ পিএম | আপডেট: ২৬ মার্চ ২০২৫, ০৪:৩৫ পিএম

আবারও অসহায় পাকিস্তানের ব্যাটিং লাইন-আপ। ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট নিয়ে সফরকারী দলটিকে একাই ধ্বসিয়ে দিলেন জেমস নিশাম। ছোট্ট লক্ষ্য তাড়া পরে ব্যাট হাতে টর্নেডো ইনিংস উপহার দিলেন টিম সাইফার্ট। বড় জয়ে সিরিজ শেষ করল নিউজিল্যান্ড।
ওয়েলিংটনে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে পাকিস্তানকে স্রেফ ১২৮ রানে আটকে ৮ উইকেটে জিতেছে নিউজিল্যান্ড। দশ ওভারেই লক্ষ্য পূরণ করে স্বাগতিকরা।
নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনারসহ প্রথম পছন্দের বেশ কজন ক্রিকেটারকে ছাড়াই ৫ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে জিতল কিউইরা।
অন্যদিকে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে বাদ দিয়ে টি-টোয়েন্টিতে নতুনভাবে শুরু করা পাকিস্তান সিরিজ হেরে গেল বাজেভাবে।
এদিন নিউজিল্যান্ডের জয়ের ভিদ গড়ে দেন নিশাম। ক্যারিয়ার সেরা বোলিংয়ে এই পেস অলরাউন্ডার নেন ৪ ওভারে ২২ রানে ৫ উইকেট। নিউজিল্যান্ডের চতুর্থ বোলার হিসেবে এই সংস্করণে পাঁচ উইকেটের স্বাদ পেলেন তিনি। ম্যাচ-সেরার স্বীকৃতিও এই ৩৪ বছর বয়সীর হাতে।
কম যাননি সাইফার্টও। টানা তিন ছক্কায় ম্যাচের ইতি টানা এই ওপেনার ৩৮ বলে ৯৭ রানে অপরাজিত থাকেন। তার ক্যারিয়ার সেরা ইনিংসটি গড়া ১০ ছক্কা ও ৬ চারে।
সাইফার্ট ও ফিন অ্যালেন মিলে প্রথম ৬ ওভারে তোলেন বিনা উইকেটে ৯২ রান, পাওয়ার প্লেতে নিউজিল্যান্ডের যা সর্বোচ্চ। ২০১৮ সালে মাউন্ট মঙ্গানুইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২ উইকেটে ৮৬ রান ছিল তাদের আগের সর্বোচ্চ।
টসে হেরে ব্যাটিংয়ে নামা পাকিস্তান শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায়। একাদশ ওভারে পঞ্চম উইকেটে যখন হারায় তখন স্কোরবোর্ডে কেবল ৫২ রান। এরপর সালমান আলী আগা ও শাদাব খানের ব্যাটে একশ পার করতে পারে দলটি।
ষষ্ঠ উইকেট জুটিতে এই দুজন যোগ করেন ৩৫ বলে ৫৪ রান। অধিনায়ক সালমান করেন ৩৯ বলে সর্বোচ্চ ৫১ রান। ২০ বলে ২৮ রান করেন শাদাব। দুই অঙ্কে যেতে পারেন আর কেবল মোহাম্মদ হারিস (১১)।
রান তাড়ায় উদ্বোধনী জুটিতেই আসে ৬.২ ওভারে ৯৩ রান। ১২ বলে ২৭ রান করে পেরেন অ্যালেন। মার্ক চাপম্যানও ফেরেন দ্রুত। তবে ড্যারিল মিচেল থাকেন অপর পাশে অপরাজিত। ব্যাট হাসে প্রায় সব কাজ একাই করেন সাইফার্ট।
সিরিজে ২৪৯ রান সাইফার্টের। সিরিজ সেরাও হয়েছেন এই ব্যাটার।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ২০ ওভারে ১২৮/৯ (হারিস ১১, নাওয়াজ ০, ইউসুফ ৭, সালমান ৫১, উসমান ৭, সামাদ ৪, শাদাব ২৮, জাহানদাদ ১, রউফ ৬*, মুকিম ০, আলি ০*; ও’রোক ৪-০-২৯-০, ডাফি ৪-০-১৮-২, সিয়ার্স ৪-০-২৫-১, সোধি ৪-০-৩২-১, নিশাম ৪-০-২২-৫)
নিউ জিল্যান্ড: ১০ ওভারে ১৩১/২ (সাইফার্ট ৯৭*, অ্যালেন ২৭, চাপম্যান ৩, মিচেল ২*; জাহানদাদ ২-০-৪৩-০, আলি ২-০-২৭-০, রউফ ২-০-২২-০, মুকিম ২-০-৬-২, শাদাব ২-০-৩৩-০)
ফল: নিউ জিল্যান্ড ৮ উইকেটে জয়ী
সিরিজ: ৫ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে জয়ী নিউ জিল্যান্ড
ম্যান অব দা ম্যাচ: জেমস নিশাম
ম্যান অব দা সিরিজ: টিম সাইফার্ট
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

বন্দরে দুইপক্ষের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর : আহত ১০

শান্তিপূর্ণভাবে গ্রিনল্যান্ড দখল করবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের আদালতে রক্ষা পেলেন ছাত্রী

বেড়ায় ছয় বছরের শিশু ধর্ষিত ধর্ষক গ্রেফতার

জাগ্রত ভয় মনের মাঝে

আর কেউ বেঁচে নেই

সময়

মার্চের পদাবলি

অপসৃয়মাণ রেলগাড়ি

সুখ ও সৌন্দর্যে একটি পাথর

নিশিতে পাওয়া সায়লা

নাডিন গর্ডিমার : এক অসামান্য যোদ্ধার নাম

এখন আরেকদল শেখ হাসিনার মতো ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে: আমীর খসরু

চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদ রোববার

ইতিহাসের চমকপ্রদ কয়েকটি ‘গল্প’

মফস্বলের সাংবাদিকরাই সমাজ পরিবর্তনের অগ্রসৈনিক: গিয়াস উদ্দিন কাদের চৌধুরী

ঈদুল ফিতরের পুরস্কার

ঢালিউডে আসছে 'তান্ডব' সিনেকম্প

কুরআনী বিচার ব্যবস্থা

প্রাণশক্তির ঈদ