বিশ্বকাপে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখলো নেদারল্যান্ডস
ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে খেলার আশা টিকিয়ে রাখতে গতকাল ওমানের বিপক্ষে জিততেই হতো নেদারল্যান্ডসকে। তবে শুধু জয় নয়, তার জন্য একটু বড় ব্যবধানে জিতে নেট রান রেট বাড়িয়ে নিলে লাভও হতো ডাচদের। ক্রিকেট নিয়মে ৭৪ রানের জয়ে নেদারল্যান্ডস নেট রানরেট হয়তো প্রত্যাশামতো বাড়াতে পারেনি তবে ওমানকে হারিয়ে বাছাইপর্বে টিকে রইল।
অবশ্য এখনও ভাগ্য নেদারল্যান্ডসের হাতে নেই। আজ স্কটল্যান্ডের বিপক্ষে জিম্বাবুয়ে জিতলে...