রাজার রেকর্ড সেঞ্চুরিতে উড়ন্ত জিম্বাবুয়ে
জয়ের জন্য জিম্বাবুয়ের প্রয়োজন ১২ রান। সিকান্দার রাজার সেঞ্চুরি ছুঁতে চাই ঠিক ১২ রান। লোগান ফন বিকের তৃতীয় বলে স্ট্রাইক পেয়েই ছক্কায় ওড়ালেন তিনি। পরের বলে নিলেন ডাবল। এরপর সেই কাক্সিক্ষত ক্ষণ, লং অফের ওপর দিয়ে আরেকটি ছক্কায় তিন অঙ্ক স্পর্শ করলেন রাজা। গড়লেন জিম্বাবুয়ের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে গতপরশু এই কীর্তি গড়েন...