বেনজামার কীর্তিময় হ্যাটট্রিক বার্স াকে উড়িয়ে ফাইনালে রিয়াল
‘এবার আমাদের জয়ের পালা’- ম্যাচের আগে কার্লো আনচেলত্তির এই একটি কথাই যেন তাতিয়ে দিল গোটা দলকে। টানা তিন ক্লাসিকো হারের হতাশা ভুলে কোচের কথায় জ্বলে উঠলেন বেনজেমা-ভিনিসিউসরা। টানা দ্বিতীয় ম্যাচে হ্যাটট্রিকের আনন্দে মাতলেন ফরাসি তারকা। বার্সেলোনাকে তাদের মাঠেই গুঁড়িয়ে কোপা দেল রের ফাইনালে উঠল রিয়াল মাদ্রিদ। গতপরশু রাতে ক্যাম্প ন্যু’তে সেমি-ফাইনালের ফিরতি লেগে ৪-০ গোলে জিতেছে মাদ্রিদের দলটি। ভিনিসিউস জুনিয়র...