রোজা রেখে বেনজেমার ৭ মিনিটের হ্যাটট্রিক
চলছে রমজান মাস। মহিমান্বিত এই মাসে মুসলমানদের উপর রোজা রাখা ফরজ। তবে রোজা রেখে খেলাধূলা করা অনেক বেশি কষ্ট সাধ্য হলেও ঠিকই ইউরোপিয়ান ফুটবলে নজির সৃষ্টি করে চলেছেন মোহাম্মদ সালাহ, সাদিও মানে, করিম বেনজেমারা। তবে গতপরশু বেনজেমা যেটি করলেন তাতে রীতিমতো ভিমড়ি খাবার যোগাড়! রোজা রেখে ¯্রফে সাত মিনিটে হ্যাটট্রিকের আনন্দে মেতেছেন এই ফরাসি স্ট্রাইকার! তাতে আধা ঘণ্টার একটু বেশি...