এখনই সউদী রোমাঞ্চে বুঁদ নেইমার
এশিয়ায় দ্বিতীয় বারেরমত অনুষ্ঠিত হবে ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ ফুটবল ২০৩৪। এশিয়ার অন্যতম ফুটবল শক্তি সউদি আরব ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক হবে এটা অনেকটাই নিশ্চিত। এরআগে ২০০২ সালে যৌথভাবে ফিফা বিশ্বকাপ ফুটবলের আয়োজন করেছিলো দক্ষিণ কোরিয়া ও জাপান। এবার এককভাবে আয়োজক হচেছ সউদি আরব। উপসাগরীয় দেশটিতে বিশ্বকাপ হলে তা সবার জন্য খুব রোমাঞ্চকর হবে বলে মনে করেন সউদী...