কাবাডির সোহাগের দুর্নীতির তদন্ত শুরু
২৬ মার্চ ২০২৫, ০১:৩০ এএম | আপডেট: ২৬ মার্চ ২০২৫, ০১:৩০ এএম

বাংলাদেশ কাবাডির অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগের দুর্নীতির বিরুদ্ধে অবশেষে তদন্ত কাজ শুরু করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। হাইকোর্টের নির্দেশে শুরু হওয়া এই তদন্ত কাজের অংশ হিসাবে গত রোববার অভিযুক্ত এসএম নেওয়াজ সোহাগ ও অভিযোগকারী ফেডারেশনের সাবেক সদস্য দেলওয়ার হোসেন তাদের লিখিত বক্তব্য জমা দেন তদন্ত কর্মকর্তা ও এনএসসির পরিচালক (অর্থ) মো. সাইদুর রশিদের কাছে। পরদিন বিল-ভাউচার তদন্তের জন্য কাবাডি ফেডারেশনেও যান এই পরিচালক। বিষয়টি গতকাল নিশ্চিত করেন দেলওয়ার হোসেন। তিনি বলেন, ‘গত রোববার সকাল সাড়ে ৯ টায় সোহাগের দুর্নীতির যাবতীয় তথ্য দিয়ে লিখিত বক্তব্য জমা দিয়েছি আমি। সেখানে সাক্ষির জন্য ফেডারেশনের সাবেক কোষাধ্যক্ষ আরিফ মিহির ও বর্তমান কোষাধ্যক্ষ মনির হোসেন ছাড়াও সাবেক সদস্য আমজাদ হোসেন মজনু এবং এসএমএ মান্নানের নামও দেওয়া হয়েছে।’ এদিকে তদন্ত শুরুর পর টনক নড়েছে সোহাগের। ২০২২ সালে তার মালিকানাধীন অ্যাডটাচের মাধ্যমে অনুষ্ঠিত ভাসাভি কাবাডি টুর্নামেন্টের বকেয়া অর্থ নেওয়ার জন্য পাওনাদারদের ফোন দিতে শুরু করেছেন তিনি। এ বিষয়ে তৎকালীন মেডিকেল কমিটির সদস্য সচিব ও বর্তমানে শরীরগঠন ফেডারেশনের অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক ডা. মো. কামরুজ্জামান বলেন, ‘অবাক হলেও সত্যি যে, তিন বছর আগের পাওনা তুলে নেওয়ার জন্য আমাকে ফোন দেওয়া হয়েছে সোহাগের অ্যাডটাচ থেকে। অথচ এই পাওনার জন্য আমি দিনের পর দিন তাদের দ্বারস্ত হয়ে কোনো সদুত্তর পাইনি।’ এদিকে গত বছর অনুষ্ঠিত সিনিয়র সার্ভিসেস কাবডি টুর্নামেন্টে কাজ করে নিজের পারিশ্রমিকের অর্থ এখনো বুঝে পাননি বলে অভিযোগ করেন ফেডারেশনের সাবেক সদস্য আমজাদ হোসেন মজনু।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

শান্তিপূর্ণভাবে গ্রিনল্যান্ড দখল করবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের আদালতে রক্ষা পেলেন ছাত্রী

বেড়ায় ছয় বছরের শিশু ধর্ষিত ধর্ষক গ্রেফতার

জাগ্রত ভয় মনের মাঝে

আর কেউ বেঁচে নেই

সময়

মার্চের পদাবলি

অপসৃয়মাণ রেলগাড়ি

সুখ ও সৌন্দর্যে একটি পাথর

নিশিতে পাওয়া সায়লা

নাডিন গর্ডিমার : এক অসামান্য যোদ্ধার নাম

এখন আরেকদল শেখ হাসিনার মতো ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে: আমীর খসরু

চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদ রোববার

ইতিহাসের চমকপ্রদ কয়েকটি ‘গল্প’

মফস্বলের সাংবাদিকরাই সমাজ পরিবর্তনের অগ্রসৈনিক: গিয়াস উদ্দিন কাদের চৌধুরী

ঈদুল ফিতরের পুরস্কার

ঢালিউডে আসছে 'তান্ডব' সিনেকম্প

কুরআনী বিচার ব্যবস্থা

প্রাণশক্তির ঈদ

ঈদুল ফিতর