প্রথম বিভাগ হকিতে বড় জয় ঊষার
গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রথম বিভাগ হকি লিগে জোড়া হ্যাটট্রিকে বড় জয় পেয়েছে ঊষা ক্রীড়া চক্র। সোমবার দুপুরে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে দ্বীন ইসলাম ও দেবাশিষ রায়ের হ্যাটট্রিকে ঊষা ১৫-০ গোলে বিধ্বস্ত করে শান্তিনগর স্পোর্টিং ক্লাবকে। দ্বীন ইসলাম ও দেবাশিষের ছয় গোল ছাড়াও ঊষার পক্ষে আকিব জাবেদ, হোজাইফা হোসেন ও তানভীর রহমান সিয়াম দুটি করে এবং ইব্রাহিম...