লুকাকু-ডি ব্রুইনা নৈপুন্যে সাত দশক পর জার্মানিকে হারালো বেলিজিয়াম
গত ম্যাচে জোড়া গোল করা নিকলাস ফুলক্রুগ আজও পেলেন জালের দেখা। তবে পেরুর বিপক্ষে গত ম্যাচের মতো আজ বেলজিয়ামের বিপক্ষে আর জয়ের হাসি হাসতে পারেনি জার্মানি।
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মঙ্গলবার রাতে ঘরের মাঠেই স্পেনের বিপক্ষে ৩-২ গোলে হারে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। স্পেনের হয়ে একটি করে গোল করেছেন ইয়ানিক কারাসকো ও রোমেলু লুকাকু ও ডি ব্রুইনা।জার্মানি হয়ে ফুলক্রগের পাশাপাশি জালের দেখা...