বিধ্বংসী রাজায় জিম্বাবুয়ের বিশ্বরেকর্ড
ম্যাচের প্রথম দুই বলে রান নেই কোনো। তখনও কে জানত, বাকি সময়ে কী ঝড়টাই না বয়ে যাবে গাম্বিয়ার বোলারদের ওপর দিয়ে! টাডিওয়ানাশে মারুমানি ও ব্রায়ান বেনেট যেটির শুরু করে দিলেন, সেটিকে পূর্ণতা দিলেন পরের ব্যাটসম্যানরা। রান উৎসবে একগাদা রেকর্ড গড়ল জিম্বাবুয়ে। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক বাছাইপর্বে জিম্বাবুয়ের রানের জোয়ার চলছেই। নাইরোবিতে গতকাল গাম্বিয়ার বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে...