মেসির উপস্থিতিতে মেজর লিগ সকারে দর্শকের রেকর্ড
আগের সব রেকর্ড ছাড়িয়ে মেজর লিগ সকারে (এমএলএস) দর্শক উপস্থিতির সংখ্যা নতুন এক উচ্চতা স্পর্শ করেছে। এজন্য চলতি মৌসুমে স্পন্সরশিপ থেকে রেকর্ড আয়ও করতে যাচ্ছে প্রতিযোগিতাটি। আর এই সবকিছুর পেছনে যে লিওনেল মেসির উপস্থিতিই একমাত্র কারণ তা বুঝতে বিশেষজ্ঞ হওয়ার দরকার পড়ে না।
মৌসুম শেষে মঙ্গলবার দর্শক সংখ্যার রেকর্ডের কথা জানায় এমএলএস। গত বছর থেকে এবার স্টেডিয়ামে দর্শক উপস্থিতি ছিল ৫...