৮ কোটির তহবিলে নজর সবার : কাবাডিতে অশনি সংকেত
বাংলাদেশের জাতীয় খেলার নাম কাবাডি। এক সময় এশিয়ান গেমসের মতো বড় আসরে নিয়মিত পদক জেতা লাল-সবুজ কাবাডির এখন জীর্ণ দশা। এই ডিসিপ্লিনটি তার অতীত গৌরব হারিয়েছে একযুগেরও বেশি সময় আগে। দীর্ঘ এই সময়ে এশিয়ান গেমসে পদকশূন্য বাংলাদেশ কাবাডির প্রাচুর্য্য কিন্তু বেড়েছে বহুগুণ। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বর্তমানে প্রায় ৮ কোটি টাকা রয়েছে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের তহবিলে। আর এতেই চোখ ছানাবড়া...