যুক্তরাষ্ট্রকে হতাশ করে সিনারে ইতালিয়ান ইতিহাস
দর্শকে ঠাসা গ্যালারি তো বটেই, সেই সঙ্গে ঘরের ছেলে টেইলর ফ্রিটসকে তুমুল সমর্থন দিয়ে গেলেন যুক্তরাষ্ট্রের সবশেষ গ্র্যান্ড স্ল্যাম জয়ী পুরুষ তারকা অ্যান্ডি রডিক থেকে শুরু করে দেশটির নানান অঙ্গনের তারকারা। কিন্তু প্রতিপক্ষ ইয়ানিক সিনার ছিলেন আদম্য। আসরজুড়ে দারুণ খেলতে থাকা এই ইতালিয়ান ফাইনালেও ছিলেন দুর্দান্ত। আর তাতেই যুক্তরাষ্ট্রের আশা গুড়িয়ে ইউএস ওপেন জিতে ইতিহাসের পাতায় জায়গা করে নিলেন সিনার।
নিউইয়র্কের...