তুরষ্কের বিপক্ষে অনায়াস জয়ে শেষ ষোলোয় রোনালদোর পর্তুগাল
আসরের প্রথম ম্যাচে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে শেষ মুহূর্তের নাটকীয়তায় জয় পেয়েছিল পর্তুগাল। তবে শনিবার তুরষ্কের বিপক্ষে দাপট দেখানো পর্তুগীজরা প্রথম আধাঘণ্টায় জোড়া গোলে প্রায় লিখে ফেলে ম্যাচের নিয়তি।দ্বিতীয়ার্ধে রোনালদোর এসিস্টে বেড়েছে ব্যবধান।
ডর্টমুন্ডের সিগন্যাল ইদুনা পার্কে শনিবার ‘এফ’ গ্রুপের ম্যাচটি ৩-০ গোলে জিতেছে রবের্তো মার্তিনেসের শিষ্যরা।
এদিন শুরু থেকেই দাপট দেখায় পর্তুগাল।দ্বিতীয় মিনিটেই দলকে লিড এনে দিতে পারতেন রোনালদো। বক্সের বাইরে থেকে...