সাকিবের ‘চোখে কোন সমস্যা নেই’, তবে...
বেশ কিছুদিন ধরেই অফফর্ম সাকিব আল হাসানকে নিয়ে সরগরম ক্রিকেটপাড়া। বল হাতে বিপিএলে মাঝে মাঝে আরো ছড়ালেও তার নীচের দিকে ব্যাটিং করা একটু দৃষ্টিকটুই লাগছে। কারণটা আর অজানা নয়, সাকিবের চোখে এক ধরণের সমস্যা যে হচ্ছে সেটা অবশ্য বিসিবিই বিবৃতিত দিয়ে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। তারপর থেকে সংবাদমাধ্যমও কিছুটা এড়িয়ে চলছেন দেশসেরা এই অলরাউন্ডার। আগের ম্যাচেই সাংবাদিকদের চাহিদার কথা বিবেচনায় নিয়ে আশ্বাস...