‘ফাইনাল খেলতে নয়, জিততে এসেছি’
আন্তর্জাতিক ক্রিকেটে বরাবরই দক্ষিণ আফ্রিকা একটি বড় নাম। তবু এতদিন যে কোনো বিশ্বকাপের ফাইনাল ছিল তাদের জন্য অধরা। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে ঘুচেছে সেই বন্ধ্যাত্ব। তবে কেবল ফাইনালে খেলাই নয়, ফাইনালটা জয়ের প্রত্যয়ও ব্যক্ত করেছেন দলটির সদস্য তারবাইজ শামসি।
আসরের প্রথম সেমি-ফাইনালে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে আফগানিস্তানকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে এইডেন মার্করামের দল। যেখানে তাদের প্রতিপক্ষ ভারত।...