‘সেঞ্চুরি’ রাঙিয়ে ছুটছেন জোকোভিচ
প্রথম দুই রাউন্ডেই কিছুটা ভুগতে দেখা যায় নোভাক জোকোভিচকে। অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা ধরে রাখার অভিযানে অবশেষে সেরা রূপে দেখা গেল তাকে। বছরের প্রথম গ্র্যান্ড সø্যামে নিজের শততম ম্যাচটাকে দারুণ জয়ে রাঙালেন সার্ব তারকা। প্রথম রাউন্ডে অ্যান্ডি মারেকে উড়িয়ে দেওয়া তমাস মার্তিন এচেভেরি গতকাল তৃতীয় রাউন্ডের ম্যাচে দাঁড়াতেই পারেননি। মেলবোর্নের রড লেভার অ্যারেনায় ৩০তম বাছাই এই আর্জেন্টাইনকে ৬-৩, ৬-৩, ৭-৬(৭-২) গেমে...