ভিনির হ্যাট্রিকে বার্সাকে উড়িয়ে সুপার কাপ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ
মাঠে শেষ কবে এত দ্রুত এল ক্লাসিকোর ফলাফল নিশ্চিত হয়ে গিয়েছিল কে জানে ! বছরের প্রথম এল ক্লাসিকোর বয়স তখন সবে মিনিট দশেক।তবে এর মধ্যেই যেন ম্যাচের জয়ী দল জেনে গিয়েছিল সবাই। সেটি কোন দল? রিয়াল মাদ্রিদ।আর মাত্র মিনিট দুয়ের ব্যবধানে জোড়া গোল করে এত দ্রুত ম্যাচের নিয়তি লিখে ফেলার নায়ক ভিনিসিয়ুস জুনিয়র।ম্যাচজুড়ে দুর্দান্ত ভিনি প্রথামার্ধেই পেয়ে যান হ্যাট্রিকের দেখা।শেষ...