নারী কাবাডি লিগে সেরা পুলিশ
সিটি গ্রুপ নারী কাবাডি লিগে সেরা হয়েছে বাংলাদেশ পুলিশ দল। গতকাল পল্টনস্থ ঢাকা কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগের ফাইনালে একটি লোনাসহ ২৮-১৬ পয়েন্টে বাংলাদেশ আনসারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পুলিশ। সেরা খেলোয়াড়র পুলিশের ভারতীয় খেলোয়াড় সুরশ্রী পাকিরা, সেরা রেইডার স্বরস্বতি কু-ু এবং সেরা ক্যাচার নির্বাচিত হন আনসারের স্মৃতি আক্তার। ফাইনাল খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ...