১৭২ রানে গুটিয়ে গেল বাংলাদেশ
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ের অভিযানে প্রথম ইনিংসে একদম ভালো করতে পারল না বাংলাদেশ। মহাগুরুত্বপূর্ণ টসভাগ্যে হেসেই সুযোগটা কাজে লাগাতে পারেনি একটুও। উইকেটের বিরূপ আচরণ তো ছিলই সাথে ব্যাটসম্যানদের উইকেট ছুড়ে আসার কারণে প্রথম ইনিংসে দুইশ রানও করতে পারেনি টাইগাররা।
মিরপুর টেস্টে প্রথম দিনে চা বিরতির পরপরই ৬৬.২ ওভারে ১৭২ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। যেখানে বক্তিগত ফিফটি নেই একটিও।...