৪৭ বছরের অপেক্ষা ফুরাল ইতালির
অপেক্ষাটা অবশেষে ফুরাল ইতালির। দীর্ঘ ৪৭ বছর ডেভিস কাপ জিততে না পারার অপেক্ষা। গতপরশু ফাইনালে অস্ট্রেলিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে তারা। ১৯৭৬ সালে প্রথমবার ডেভিস কাপে চ্যাম্পিয়ন হয়েছিল ইতালি। এরপর চারবার ফাইনাল খেললেও রানার্সআপের হতাশায় পুড়তে হয় তাদের। এবার সেই হতাশা কাটিয়ে মেতেছে শিরোপা উচ্ছাসে।স্পেনের মালাগায় শুরুতে ইতালিকে লিড এনে দেন মাত্তেও আর্নাল্ডি। এককের লড়াইয়ে অস্ট্রেলিয়ার অ্যালেক্সি পপিরিনকে...