অস্ট্রেলিয়ায় নিজেদের ‘ব্র্যান্ড’ দেখাবেন বাবর
অধিনায়কত্ব ছেড়েছেন, কিন্তু অভিজ্ঞতা ও সামর্থ্যরে বিচারে বাবর আজম এখনো পাকিস্তানের দলের একজন নেতা। নতুন টেস্ট অধিনায়ক শান মাসুদও বলেছিলেন, বাবর অধিনায়ক না থাকলেও দলের নেতাই থাকবেন। অস্ট্রেলিয়া সফরের আগে পাকিস্তানের অনুশীলন ক্যাম্পে বাবর যেন আরও একবার ‘অধিনায়ক’ হয়েই উঠলেন। অনুশীলন ক্যাম্পে সতীর্থদের উদ্দেশ্যে কথা বলেছেন, যেখানে উপস্থিত ছিলেন নতুন কোচিং স্টাফদের সবাই।বাবর দলে সবার সঙ্গে কথা বলছেন, এমন একটি...