কোয়ার্টার ফাইনালের পথে সেনাবাহিনী
ঘরোয়া ফুটবলের মৌসুমসূচক টুর্নামেন্ট স্বাধীনতা কাপে দুর্দান্ত খেলছে বাংলাদেশ সেনাবাহিনী। গ্রুপ পর্বে টানা দুই ড্র নিয়ে কোয়ার্টার ফাইনালের পথে রয়েছে কোচ গোলাম রব্বানী ছোটনের দল। গতকাল রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় ‘সি’ গ্রুপের ম্যাচে সেনাবাহিনী গোলশূন্য ড্র করে ফর্টিজ এফসির সঙ্গে। দুই ম্যাচে ২ পয়েন্ট নিয়ে শেষ আটে যাওয়ার পথেই রয়েছে সেনাবাহিনী। আগামী শনিবার ‘সি’ গ্রুপের শেষ ম্যাচে মোহামেডান ও ফর্টিজের...