শেষ মুহূর্তে গোল হজম করে প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় হার সিটির
আর্সেনাল ১ :০ ম্যানচেস্টার সিটি
প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির আধিপত্য চলছে বহু বছর ধরেই।শেষ ছয় মৌসুমের পাঁচবারই লীগ শিরোপা ঘরে তুলেছে স্কাই ব্লুজরা।চলতি মৌসুমটা যেভাবে অপ্রতিরোধ্য শুরু করেছিল তাতে মনে হচ্ছিল আরো একটি লীগ শিরোপা অনায়সে শোকেস বন্দী করতে যাচ্ছে পেপ গার্দিওলার।
তবে সিটির টানা দুই ম্যাচ হারে প্রিমিয়ার লিগ অন্তত কিছুটা হলেও জমে উঠেছে।টানা ছয় ম্যাচ জেতার পর ম্যানচেস্টার সিটি গত...