সুপার ওভার টাই হলে এবার নতুন নিয়ম
২০১৯ বিশ্বকাপে বেশি বাউন্ডারি হাঁকানোর সুবাদে ইংল্যান্ডকে চ্যাম্পিয়ন করার আজব নিয়ম নিয়ে বিতর্কের ঝড় ওঠে। সমালোচনায় জর্জরিত হয়েই আইসিসি সেই বছরই তড়িঘড়ি নিয়ম বদলে ফেলে। তাই এবার নতুন নিয়মে হবে বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচ।
সুপার ওভার ‘টাই’ হলে আর আগের নিয়ম থাকছে না। টাই হলেও আবারও হবে সুপার ওভার। সেটাও টাই হলে আবার হবে সুপার ওভারের খেলা। এভাবেই চলবে, যতক্ষণ না...