তামিমকে বাদ দেওয়ার ব্যাপারে যা বললেন সাকিব
তামিম ইকবালকে ছাড়াই বিশ্বকাপে অংশ নিতে বুধবার ভারতে রওনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এর আগের দিন টি-স্পোর্টসকে একটি সাক্ষাৎকার দেন টাইগার দলপতি সাকিব আল হাসান। যা প্রচার হয়েছে বুধবার রাত ১১টার পর। সেখানে তামিম ও দলের বর্তমান অবস্থা নিয়ে অনেক কথাই বলেছেন সাকিব। বলেছেন তামিমকে বাদ দেওয়ার ব্যাপারে নিজের ভূমিকা নিয়েও।
‘আনফিট’ তামিমকে দলে চান না সাকিব-এমন কথা গত কয়েক দিনে...