৯ কোটি ইউরোয় আল হিলালে নেইমার
সউদী প্রো লিগের ক্লাব আল হিলালে নেইমারের দলবদলে সম্মত হয়েছে পিএসজি। বিবিসি জানিয়েছে, নেইমারের জন্য ৯ কোটি ইউরো দেবে আল হিলাল। এর সঙ্গে ‘অ্যাড অনস’ (অন্যান্য শর্তসাপেক্ষে) বাবদ দলবদলের খরচটা আরেকটু বাড়বে। ইএসপিএনও নিজেদের সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানিয়েছে, ৯ কোটি ইউরোয় নেইমারের দলবদলে সম্মত হয়েছে পিএসজি ও আল হিলাল।বিবিসি জানিয়েছে, ৩১ বছর বয়সী নেইমারের এই দলবদলে প্রক্রিয়া শেষ...