কেইনের সঙ্গে চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দিল বায়ার্ন
দুই ক্লাবের মধ্যে সমোঝোতা হয়ে গিয়েছিল আগেই।অপেক্ষা ছিল কেবল হ্যারি কেইনের মতের।তিনি সায় দিলেন।ফলে চুক্তি সম্পন্ন করা ছিল সময়ের ব্যাপার মাত্র।আর সেটির আনুষ্ঠানিক ঘোষণা এল শনিবার।জার্মান লিগের সর্বোচ্চ ১০০ মিলিয়ন ইউরো দিয়ে টটেনহ্যাম থেকে হ্যারি কেইনকে কিনেছে বায়ার্ন মিউনিখ।
চুক্তির ঘোষণা দিয়ে বায়ার্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটারে পোস্ট করেছে। সেখানে কেইনের হাতে জার্সি তুলে দিয়েছেন ক্লাব প্রেসিডেন্ট। পোস্টে লিখেছেন,...