রোনালদোর জোড়া গোলে ১০ জনের দল নিয়েও চ্যাম্পিয়ন আল নাসের
নতুন মৌসুমের শুরুতেই শিরোপা জিতল সউদী ক্লাব আল নাসের।যার পূর্ণ কৃতিত্ব দলের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর।
শনিবার আরব ক্লাব কাপের ফাইনালে আল হিলালকে ২-১ গোলে হারায় আল নাসের। দুইটি গোলেরই আসছে সিআর সেভেনের পা থেকে। আর অসাধারণ পারফরম্যান্সেই প্রতিযোগিতা প্রথমবারের মতো সেরার মুকুট জিতল আল নাসের।
প্রথমার্ধের খেলা শেষ হয় গোলশূন্য সমতায়।বিরতির পর মরিয়া হয়ে ওঠে দুই দল। অবশেষে ম্যাচের ৫১তম...