রেটিং দাবার শীর্ষে ৮ জন
মার্সেল আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডের খেলা শেষে আটজন দাবাড়– পূর্ণ তিন পয়েন্ট করে নিয়ে পয়েন্ট তালিকায় মিলিতভাবে শীর্ষে রয়েছেন। এর হলেন- ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস, ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ, অনত চৌধুরী, ক্যান্ডিডেট মাস্টার মো. শরীফ হোসেন, জাবেদ আল আজাদ, মো. মাসুম হোসেন, আবজিদ রহমান ও মো. আজমাইন পারভেজ সায়র। গতকাল মানহা’স ক্যাসেলের হল রুমে অনুষ্ঠিত খেলা শেষে আড়াই...