বিশ্ব আরচ্যারি থেকে দিয়ার বিদায়
বিশ্ব আরচ্যারি চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিয়েছেন দেশসেরা নারী আরচ্যার দিয়া সিদ্দিকী। জার্মানির বার্লিনে অনুষ্ঠিত দলীয় ইভেন্টে বাংলাদেশ দল কোয়ালিফিকেশন রাউন্ড পার হতে পারেননি। অন্যদিকে বৃহস্পতিবার ব্যক্তিগত ইভেন্টে এলিমিনেশনের প্রথম স্তরেই বাদ পড়েন লাল সবুজের তীরন্দাজরা।
রিকার্ভ নারী এককে এলিমিশেন রাউন্ডের প্রথম পর্বেই বাদ পড়েন দিয়া। ১/৪৮ পর্যায়ে তিনি আমেরিকান আরচ্যার কাটালিনার বিপক্ষে ২-৬ সেট পয়েন্টে হারেন। খেলায় কোন প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেননি...