কলম্বোয় আবরার-নাসিম তোপ
খোলা চোখে এটিকে আউট মনে না করার কোনো কারণ ছিল না। আবদুল্লাহ শফিককে এলবিডবিøউ দিলেন আম্পায়ার ক্রিস গ্যাফানি, পাকিস্তান ওপেনার তাতেই নিলেন রিভিউ। বল ট্র্যাকিং সবাইকে, অন্তত শ্রীলঙ্কানদের ও আম্পায়ারকে অবাক করে দিয়ে দেখাল, প্রবাত জয়াসুরিয়ার বলটি যেত স্টাম্পের ওপর দিয়ে। শফিক অক্ষত থাকলেন, পরের ওভারে আলোকস্বল্পতার কারণে দিনের খেলা শেষ করলেন আম্পায়াররা। কলম্বোতে যে দিনটি পুরোপুরি হয়ে থাকল পাকিস্তানেরই।শ্রীলঙ্কাকে...