এবার বাংলাদেশের ‘আফগান সফর’
মাত্রই বাংলাদেশ সফর করে গেল আফগানিস্তান। পূর্ণাঙ্গ এই সফরে আফগানরা খেলেছে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-২০। এবার বাংলাদেশের আফগানিস্তান সফরের পূর্ণাঙ্গ সিরিজের সূচি চূড়ান্ত হলো। যদিও অনুমিতভাবেই সিরিজটি আফগানিস্তানে নয়, ভাড়া করা ভিন্ন কোনো ভেন্যুতে অনুষ্ঠিত হবে।২০২৩-২৪ মৌসুমের জন্য আফগানরা তাদের সূচি প্রকাশ করেছে। সেখানে জানানো হয়েছে, আগামী বছরের জুলাইয়ে বাংলাদেশ দল যাবে সফরে। আফগানিস্তানের এই হোম সিরিজে...