এবার ওয়ানডেতে বাংলাদেশের ভারতজয়
দিনভর ঢাকার আকাশ থেকে ঝরল শ্রাবণ বারি। সেই বেরসিক সেই বৃষ্টি হানা দিল ক্রীড়াঙ্গণেও। মিরপুরে বৃষ্টিবিঘিœত সেই ম্যাচে দেড়শ পেরিয়ে গুটিয়ে গেল বাংলাদেশ নারী দল। এই স্বল্প পুঁজি নিয়ে ভারতকে হারিয়ে দিতে বোলারদের করে দেখাত হতো বিশেষ কিছু। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে জ্বলে উঠলেন মারুফা আকতার ও রাবেয়া খাতুন। তাদের নৈপুণ্যে ওয়ানডেতে প্রতিবেশীদের বিপক্ষে ঐতিহাসিক প্রথম জয়ের স্বাদ নিল...