ধর্ষণ মামলা থেকে মুক্তি পেলেন সিটি তারকা বেঞ্জামিন মেন্দি
একের পর এক ধর্ষণের অভিযোগে ফুটবল ক্যারিয়ারই তো বটেই সাজনো জীবনটাই শেষ হয়ে যেতে বসেছিল ফরাসি ফুটবলার ও ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির তারকা বেঞ্জামিন মেন্দির।অভিযোগ উঠার পর থেকে নিজেকে নির্দোষ দাবি করে আসছিলেন ২৮ বছর বয়সী এই লেফটব্যাক।তবে একাধিক মামলায় বিচার কাজ শুরু হওয়ার পর প্রায় এক বছর ধরে ক্লাব ও জাতীয় দলের ফুটবলে নিষিদ্ধ হয়ে পড়েন এ তারকা।
অবেশেষে পেলেন...