কোরিয়ান মিডফিল্ডার লি ক্যাংক পাঁচ বছরের চুক্তিতে যোগ দিলেন পিএসজিতে
দক্ষিণ কোরিয়া জাতীয় দলের মিডফিল্ডার লি ক্যাংকে রিয়াল মায়োর্কা থেকে দলে ভিড়িয়েছে প্যারিস সেইন্ট জার্মেই(পিএসজি)।
ক্লাবের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে শনিবার লি ক্যাংকে দলে টানার খবরটি জানায় পিএসজি। পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ২২ বছর বয়সী এই ফুটবলার। চুক্তির আর্থিক বিষয়াদি নিয়ে কিছু জানানো হয়নি।
স্প্যানিশ ক্লাব মায়োর্কার হয়ে গত দুই মৌসুম খেলেছেন কাং-ইন। সব প্রতিযোগিতা মিলিয়ে দলটির হয়ে ৭৩টি ম্যাচ খেলে তিনি...