কাউন্টিকেও তাসকিনের ‘না’
আইপিএল খেলার স্বপ্ন সব ক্রিকেটারেরই থাকে। তাসকিন আহমেদও ব্যতিক্রম নন। সেই সুযোগও এসেছিল তার সামনে। গত বছর লক্ষেèৗ সুপার জায়ান্টস দলে নিতে চেয়েছিল বাংলাদেশের এই তারকা পেসারকে। কিন্তু জাতীয় দল তখন দক্ষিণ আফ্রিকা সফরে। আইপিএলের ডাকে তাই সাড়া দিতে পারেননি তাসকিন। জাতীয় দলের এই পেসার এবার ‘না’ বলে দিলেন ইংলিশ কাউন্টি খেলার প্রস্তাবেও।ইংলিশ কাউন্টির দল ইয়র্কশায়ার কিছু ম্যাচের জন্য দলে...